ফের নক্ষত্রপতন অভিনয় জগতে,চলে গেলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। শোকের ছায়া সারা বাংলা জুড়ে।
টানা ৪০ দিনের লড়াই শেষ।অবশেষে তাঁকে হার মানতে হলো মৃত্যুর কাছে। আজ ১২:১৫ মিনিটে না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা আবারও কেড়ে নিলো প্রাণ।গতকাল শনিবার বিকেল থেকেই দ্রুত অবস্থার অবনতি হতে থাকে তাঁর। মনে কিছুটা আশা থাকলেও বেলভিউ হাসপাতাল সূত্রে খবর,আজ দুপুরে মাল্টি অর্গান ফেইলিওর এবং ব্রেন ডেথ হয় তাঁর।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।প্রায় সাত দশকের দীর্ঘ ফিল্ম-কেরিয়ার সৌমিত্রের।সত্যজিৎ রায়ের’অপুর সংসার’ দিয়ে তাঁর অভিনয়জীবন শুরু।নাট্যশিল্পী হিসেবেও তিনি বিশিষ্ট।কবিতা আবৃত্তি শুধু নয়,নিজে কবিতা রচনাও করেছেন তিনি।করেছেন পত্রিকা সম্পাদনার কাজও।তবে তিনি মূলত অভিনেতাই। বাঙালির অন্যতম প্রিয় নায়ক ছিলেন তিনি। সিনেমাপ্রেমীদের সকলেরই মন আজ ভারাক্রান্ত।তাঁর মৃত্যুতে শেষ হয়ে গেল একটা যুগ।গোটা শহর আজ শোকার্ত।শোকমগ্ন টালিগঞ্জ।