ফের নবান্নের সামনে বড়সড় দুর্ঘটনা
দ্বিতীয় হুগলি সেতু তে উল্টে গেল একটি ছাই বোঝাই ট্যাংকার।কোলাঘাট থেকে আসছিল কলকাতা দিকে বাটা মোড় এই দুর্ঘটনাটি ঘটে। তবে হতাহতের কোন খবর নেই কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। কিছুদিন আগে ছাই বোঝাই ট্রাক উল্টে একজনের মৃত্যু ঘটে নবান্নে সামনে।তারপরে এই দুর্ঘটনা স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে।
