নানুরের বাসাপাড়া সংলগ্ন এলাকায় নানুর ব্লকের প্রাক্তন সংখ্যালঘু সেলের সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল সোমবার দুপুরে।
সভাপতি অভিযোগ জানায় যে , প্রাক্তন জেলা পরিষদের পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ একজন অসুস্থ থাকায় তাকে দেখতে গিয়েছিলাম। বাড়ি ফেরার পথে রাস্তায় বেশ কিছু জন তার পথ আটকে তার গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে তাকে, এমনটাই অভিযোগ তাঁর। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নানুর ব্লক প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
যদিও এ বিষয়ে নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির অভিযোগ-গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উড়িয়ে দাবি করেছেন বর্তমানে সংখ্যালঘু সেলের সভাপতির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন যোগাযোগ নেই, তবে কয়েকদিন ধরে বেশ কয়েকজন অচেনা ব্যক্তি আর্থিক লেনদেনের কারণে সংখ্যালঘু সেলের সভাপতি নানুরে এসে খোঁজাখুঁজি করছিল বলেও দাবি করছেন তিনি, ঘটনা সূত্রে জানাযায় যে এক্ষেত্রে তারাও আক্রমণ করতে পারে বলেও সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছেন তিনি।