ফের নৈহাটি স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমানে কচ্ছপ
আজ ভোর বেলায় নৈহাটি ফেরিঘাট পেরিয়ে শিয়ালদাগামী ডাউন ট্রেনেউঠলে যাত্রীদের অভিযোগ প্রচুর দুর্গন্ধ পায় । তারপর তারা এই কচ্ছপ সমেত দুজন মহিলা কে তুলে দেয় নৈহাটি জিআরপি থানায়। সূত্র মারফত জানা যায় ধৃত মহিলা একজন উত্তর প্রদেশের সুলতানপুর এলাকার রিয়া পাথরকর, অন্য আরেকজন কাঞ্চন পাথর কর।ধৃতদের বাড়ি উত্তরপ্রদেশে পাকরো গ্রামে। কিভাবে রেলপথ দিয়ে চোরাচালান করে কচ্ছপ নিয়ে যাওয়া হয় তা এখন প্রশ্নচিহ্নের মুখে। প্রশ্ন উঠতে শুরু হয়েছে নৈহাটি জিআরপি বা আরপিএফ খবর আগাম জানতে পারলো না কেন?