ফের পুলিশি অভিযানে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র
আবারও এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদহের বামনগোলা থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। মঙ্গলবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে মালদহের বামনগোলা থানার পুলিশ তালতলা এলাকায় হানা দিয়ে সেখানে থেকে এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করে।
জানা গেছে, ধৃত যুবকের নাম সনজিৎ হালদার। তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ। এই বিষয়ে বামন গোলা থানার এসআই রাকেশ বিশ্বাস জানান, একাধিক মামলা রয়েছে ধৃত দুষ্কৃতীর নামে। বেশ কিছু দিন পলাতক থাকার পর আবার গ্রামে ফিরতেই বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজকর্ম করতে শুরু করেছিল। আর সেই ভিত্তিতে গোপন সূত্রে খবর পেয়ে এসআই রাকেশ বিশ্বাসের নেতৃত্বে সংশ্লিষ্ট এলাকায় হানা দিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধৃত কুখ্যাত দুষ্কৃতীকে বুধবার মালদা জেলা আদালতে পেশ করে বামনগোলা থানার পুলিশ।
