ফের প্রথম দশের মধ্যে উঠে এল রামকৃষ্ণ মিশন পরিচালিত বেলুড় বিদ্যামন্দির।

National Institutional Ranking Framework (NIRF) এর র‍্যাঙ্কিং এ ফের প্রথম দশের মধ্যে উঠে এল রামকৃষ্ণ মিশন পরিচালিত বেলুড় বিদ্যামন্দির। এইবারের এন আই আর এফের র‍্যাঙ্কিং প্রকাশিত হয়েছে আজই। শুধু শিক্ষার উৎকর্ষতার মানের বিচার নয়, এছাড়াও ছাত্রছাত্রীদের সামগ্রিক উন্নতির বিচারে এই র‍্যাঙ্কিং দেওয়া হয় বলে জানা গেছে। গত বেশ কয়েকবছর ধরেই প্রথম দশের মধ্যে এসেছে বেলুড়ের এই রামকৃষ্ণ মিশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানটি। স্বামীজির আদর্শে পরিচালিত এই প্রতিষ্ঠানে নানা সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ থেকে এসে ছাত্ররা সার্বিক শিক্ষার সঙ্গে চরিত্রগঠন সহ সাংস্কৃতিক কর্মকাণ্ড, সমাজসেবামূলক কাজ ও খেলাধুলা সহ সব বিষয়েই পারদর্শী হওয়ার জন্য সচেষ্ট হন। সন্ন্যাসীরা সহ শিক্ষরাও ছাত্রদের ব্যক্তিগত স্তরে সুবিধা অসুবিধা গুলিতে নজর দিয়ে প্রত্যেককেই সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করেন। এসবই উঠে এসেছে র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক এ ধারাবাহিক সাফল্য ধরে রাখতে দাবি কলেক কর্তৃপক্ষের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × two =