ফের বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয় ট্রেন।
গত সোমবার থেকে শুরু হয়েছে গোটা পাহাড় সহ উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি। এই বৃষ্টিতে পাহাড়ের অধিকাংশ রাস্তায় ধসে নামায় বন্ধ হয়ে যায় যান চলাচল।প্রচুর পর্যটক আটকে পড়েছিলেন। কিন্তু প্রশাসনের তৎপরতায় বুধবার সন্ধ্যার পর থেকে অধিকাংশ রাস্তা দিয়ে যান চলাচল শুরু হয়েছে।শুধু ৫৫ নম্বর জাতীয় সড়ক দিয়ে শিলিগুড়ি ও কার্শিয়াংয়ের মধ্যে যানচলাচল এখনো বন্ধ আছে।মহা নদীর কাছে ৫৫ নম্বর জাতীয় সড়কের ৯০ শতাংশ রাস্তাই ধসে যায়।যদিও এই রাস্তার পাশ দিয়ে যাওয়া টয় ট্রেনের লাইনের কোনো ক্ষতি হয় নি।কিন্তু লাইল ভালো করে ট্রেন পরীক্ষা না করা পর্যন্ত টয় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।ওই এলাকা ভালভাবে পরীক্ষা না করে টয়ট্রেন চালাতে চাইছে না রেল কর্তৃপক্ষ।ইতিমধ্যেই দার্জিলিং থেকে শিলিগুড়িগামী ট্রেন বাতিল করা হয়েছে।বাতিল হয়েছে দার্জিলিং ও ঘুমের প্রথম দু’টি জয় রাইড।বিকেলের দিকে দার্জিলিং ও ঘুমের দু-একটা জয় রাইড ট্রেন চলেছে।রেল দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে শিলিগুড়ি জংশন থেকে রংটং পর্যন্ত জঙ্গল সাফারির জয় রাইড ট্রেন ভালো করে রেল লাইন পরীক্ষার পরই চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে। টয় ট্রেনের লাইনের উপরে ছোট-বড় বিভিন্ন জায়গায় মাটি বা পাথর এসে পড়েছে।সেগুলো সরানোর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।কার্যত করোনা আবহে বন্ধ হয়ে যাওয়া টয় ট্রেন প্রাকৃতিক দুর্যোগের কারণে আবার বন্ধ হয়ে গেল।