ফের বাঘের হানা সুন্দরবনের গোসবা ব্লকের বালি আমলা মেথি এলাকায়।
সোমবার রাতে বিদ্যার জঙ্গল থেকে একটি পূর্ণবয়স্ক রয়েল বেঙ্গল টাইগার ঢুকে পরে ওই এলাকায়। এলাকায় ঢোকার পর রাতে তিনটি ছাগল একটি গরু মারে। হাবুল দাস নামে এক ব্যক্তির বাড়ি থেকে এই গরু এবং ছাগল মারে। তারপর বাক্তি লোকালয় সংলগ্ন জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছে। ইতিমধ্যেই বাঘটির খোঁজে তল্লাশি শুরু করেছে বনদপ্তর এর কর্মীরা। বাঘটির খোঁজ পাওয়া না গেলেও ওই জঙ্গলের মধ্যে বাঘ যে লুকিয়ে আছে তার অস্তিত্ব টের পেয়েছে বনকর্মীরা। জাল দিয়ে ঘিরে ফেলার চেষ্টা চলছে। তবে কুয়াশা থাকার কারণে কিছুটা হলেও বাঘ খোঁজার কাজে ব্যাহত হচ্ছে।
