ফের বিজেপিতে ভাঙন শান্তিপুরে ।
শান্তিপুরে বিজেপির ভাঙন অব্যাহত, গেরুয়া শিবির ছেড়ে প্রায় ১০০ জন কর্মী যোগদান করল তৃণমূল কংগ্রেসে। নদীয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের একটি প্রতিবাদ সভার মধ্যে দিয়ে তারা যোগদান করেন। উল্লেখ্য, রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের পর নদীয়া জেলার একাধিক জায়গায় বিজেপি ছেড়ে বহু নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এদিন বেলঘড়িয়া অঞ্চলে প্রায় ১০০ জন বিজেপির সাধারণ কর্মীরা তৃণমূলে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন শান্তিপুর ব্লকের সহকারি সভাপতি সুব্রত সরকার। সুব্রত সরকার বলেন, যেভাবে দিনদিন পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে এর পাশাপাশি বেআইনিভাবে তৃণমূল নেতাদের যেভাবে ফোনে নজরদারি চালানো হচ্ছে তারই প্রতিবাদে আমরা পথে নেমেছি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের হাতকে আরও শক্ত করতে যারা ভূলবশত বিজেপিতে সমর্থন করেছিলেন তারা আবার তৃণমূলে ফিরে আসছেন। তৃণমূলে যোগদান করে এক বিজেপি কর্মী বলেন মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের কারণেই আমরা তৃণমূলে যোগদান করছি।