মালদহের কালিয়াচক থানার গঙ্গা নারায়ণপুর এলাকায় ভিন রাজ্যের শ্রমিকের বাড়ি থেকে উদ্ধার ৩৭ লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ সেই বাড়ি থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ অর্থ।
এসটিএফ সূত্রে খবর, এই বিপুল পরিমাণে অর্থের সাথে সরাসরি যোগ রয়েছে মাদক কারবারের। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কালিয়াচক থানার মজোমপুর থেকে হেরোইন সহ রয়েল শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করে সিআইডি।
এসটিএফ সূত্রে খবর এই বিপুল পরিমাণ অর্থ রয়েল শেখের। রয়েল শেখের স্ত্রী ফতেমা বিবিকে এই মামলায় মূল অভিযুক্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।