ফের বোমা উদ্ধার, মালদহের কালিয়াচকে

ফের বোমা উদ্ধার, মালদহের কালিয়াচকে

আবারও বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদহের কালিয়াচক ৩ নং ব্লকের বৈষ্ণবনগরের থানার মির্জাচক ঘোষপাড়াতে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত্রে জনৈক এক মহিলা বাথরুম যাওয়ার পথে পরিত্যক্ত অবস্থায় বাথরুম সংলগ্ন পাঁচিলের পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। তাতেই আতঙ্কিত হয়ে গিয়ে বৈষ্ণবনগর থানার পুলিশকে ঘটনাটি জানায় ওই মহিলার পরিবারের লোকজন। রাত্রে পুলিশ এসে তদন্ত শুরু করলে জানা যায় ওই ব্যাগটিতে রয়েছে শক্তিশালী তাজা বোমা। ইতিমধ্যেই ঘটনার খবর জানাজানি হ‌ওয়ার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। স্থানীয়দের অভিযোগ, যে জায়গায় বোমাগুলি রাখা আছে সেটা বাইরে থেকে কেউ এসে রেখে গেছে বলেই মনে হচ্ছে। আর যার বাড়ির বাইরে বোমাগুলি রাখা আছে তারা অত্যন্ত নিরীহ পরিবার। এরা কোন‌ওদিন কোন‌ওরূপ অসামাজিক কাজের সঙ্গে যুক্ত নয়। জনৈক ওই পরিবারকে ফাঁসানোর উদ্দেশ্যে কেউ বা কারা পেছনে বিশাল জঙ্গল ও মাঠ থাকায় সেই সুবিধা নিয়ে ব্যাগসমেত বোমাগুলি রেখে গেছে। এই বোমাগুলি ফেটে গিয়ে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।তারা চায় পুলিশ সঠিক তদন্ত করে যারা এসব অসামাজিক কাজের সঙ্গে জড়িত তাদের গ্রেফতার করা হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + six =