ফের ভাটপাড়ায় বোমাবাজি।
শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ কাঁকিনাড়া বাজারের একটি রেশন দোকানে বোমাবাজি করে দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর, কয়েকজন দুষ্কৃতী রেশন দোকান লক্ষ্য করে বোমা ছোঁড়ে।বোমাবাজির পরই সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতিরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাটপাড়া থানার পুলিশ।এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে ভাটাপাড়া থানার পুলিশ।এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
