হাওড়া স্টেশনে পার্সেল অফিসের কাছে পড়ে থাকা ৩টি ব্যাগ থেকেই বিপুল পরিমাণ নগদ টাকা ও রুপোর গয়না উদ্ধার করেছে রেল পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনায় হাওড়া স্টেশনে চাঞ্চল্য ছড়িয়েছে। এই নগদ টাকা ও গয়নার সঙ্গে হাওয়ালা যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রেল পুলিশ।রেল পুলিশ সূত্রে খবর, পার্সেল অফিসের কাছে পড়ে থাকা ৩টি জুটের ব্যাগ থেকে নগদ ৩৩ লাখ ২২ হাজার টাকা এবং প্রায় ৪৫ কেজি রুপোর গয়না উদ্ধার হয়। সবমিলিয়ে ৫৮ লাখ ৪৩ হাজার ৫৮৪ টাকার জিনিস উদ্ধার হয় বলে জানিয়েছে আরপিএফ। এই ব্যাগ ৩টি পূর্বা এক্সপ্রেস দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য বুকিং করা হয়েছিল বলে রেল সূত্রে খবর। তবে এই ব্যাগগুলির মালিকের হদিশ মেলেনি। কে বা কারা ব্যাগগুলি হাওড়া স্টেশনে এনেছিল এবং পূর্বা এক্সপ্রেস দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য বুকিং করেছিল, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে।রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান RPF জওয়ানরা। তারপর তাঁরা ওই ব্যাগগুলি অফিসে নিয়ে খুলতেই বেরিয়ে আসে লাখ-লাখ টাকা এবং রুপোর গয়না। নগদ টাকা ও গয়না সবটাই RPF-এর পক্ষ থেকে সব রাজ্য সরকারের ট্যাক্স ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের হাতে তুলে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 17 =