ফের ৩৪ নম্বর জাতীয় সড়কের পথ দুর্ঘটনা

ফের ৩৪ নম্বর জাতীয় সড়কের পথ দুর্ঘটনা ।

ঘটনাটি ঘটেছে ফুলিয়া বেলেমাঠ এলাকার কাছে । স্থানীয় সূত্রে জানা যায় ৩৪ নম্বর জাতীয় সড়কে যেহুতু সম্প্রসারণের কাজ চলছে সে কারণেই সেখানে রাস্তার অবস্থা বেহাল আর সেখানেই স্লিপ কেটে ডাম্পারের সামনে পড়ে যায় ওই বাইক আরোহী । প্রত্যক্ষদর্শীরা জানান তারা গাংনাপুর থেকে শান্তিপুরের দিকে আসছিল, আহত যুবকের নাম জয় সম্ভবত সিভিক ভলেন্টিয়ার সে এমনটাই তাদেরকে জানিয়েছে, গুরুতর আহত বাইক আরোহীকে স্থানীয় মানুষ উদ্ধার করে এবং হবিবপুর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই বাইক আরোহী হাসপাতালে চিকিৎসাধীন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × three =