ফোনে হুমকি দেওয়া এবং শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার বহরমপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নীলরতন আঢ‍্য।

বহরমপুর থানার পুলিশ শনিবার সকালে নীল রতন বাবুকে গ্রেপ্তার করে।অভিযোগ, ইন্দ্রপ্রস্থের এক গৃহবধূকে ফোন করে হুমকি দেয় নীলরতন বাবু। ওই মহিলাকে শ্রীলতাহানির হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাক্তন চেয়ারম্যানকে গ্রেপ্তার করে বহরমপুর আদালতে তুলল পুলিশ।এদিকে নীলরতন বাবুর পরিবার দাবি করেছেন, রাজনীতির শিকার হয়েছেন নীলরতন আঢ‍্য।পুরসভা ভোটের আগে নীলরতনবাবুকে কালিমালিপ্ত করতে চাইছে তৃণমূল।প্রসঙ্গত, ১৭ বছর ধরে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন নীলরতনবাবু।২০১৬ সালে কংগ্রেস পরিচালিত বহরমপুর পৌরসভা থেকে সদলবলে তৃণমূলে যোগ দিয়ে বহরমপুর পৌরসভায় তৃণমূলের বোর্ড গঠন করেছিলেন নীলরতন আঢ‍্য।এরপর পুরসভার মেয়াদ শেষ হয়ে গেলে ধীরে ধীরে রাজনীতি থেকে সরে যান তিনি।এতদিন বাড়িতেই ছিলেন তিনি।হঠাৎ করে তাকে গ্রেফতার নিয়ে শোরগোল পড়ে গেছে বহরমপুর শহরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + ten =