বকখালি সফরে বিজেপি নেতা দিলীপ ঘোষ
বকখালি সফরে এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ । বকখালি সী বিচে স্থানীয় বিজেপি নেতা কর্মীদের সঙ্গে বসে চায়ে চুমুক দিতে দিতে তাদের অভাব-অভিযোগের কথা শোনেন তিনি। এরপর বকখালি ফ্রেজারগঞ্জ এলাকায় ঘুরে পায়ে হেঁটে বাঁধ পরিদর্শন করেন। তার অভিযোগ একাধিক প্রাকৃতিক বিপর্যয় কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা তছরুপ করে বাঁধ মেরামত কাজে কোন নজর দেয়নি রাজ্য সরকার। যার ফলে দিনের-পর-দিন ভাঙছে সুন্দরবনের নদী বাঁধ। বিষয়টি নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানান।