বকেয়া সাম্মানিক বেতনের দাবিতে ইছামতি ব্রিজে ফরমেট পুড়িয়ে রাস্তায় শুয়ে অভিনব প্রতিবাদ আশা কর্মীদের ।

বকেয়া সাম্মানিক বেতনের দাবিতে ইছামতি ব্রিজে ফরমেট পুড়িয়ে রাস্তায় শুয়ে অভিনব প্রতিবাদ আশা কর্মীদের ।

পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে বসিরহাট মহকুমা প্রায় ৩,৫০০ আশা কর্মী আছে। বকেয়া সাম্মানিক বেতনের দাবিতে অভিনব বিক্ষোভ আশা কর্মীদের বসিরহাট ইছামতি ব্রিজের ওপর আশা কর্মীর হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন ব্যানার নিয়ে একদিকে মিছিল অন্যদিকে অবরোধ-বিক্ষোভ ব্রিজের ওপর শুয়ে তাদের বেতন এর ফরমেট পুড়িয়ে বিক্ষোভ দেখালেন এই মহাকুমার সুন্দরবন ও সীমান্ত থেকে আসা আশা কর্মীরা এর ফলে সীমান্ত রোড অবরোধ হয়ে যায় যার ফলে যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে বসিরহাট থানা পুলিশ অবরোধ উঠে যায় রাজ্য আশা কর্মীদের রাজ্য সম্পাদিকা ইসমা তারা খাতুন বলেন ,অবিলম্বে ৮, মাসের বকেয়া বেতন অবিলম্বে দিতে হবে, পাশাপাশি ইনফেক্টিভ দিতে হবে। আমরা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকি। আজকে আমরা দৈনন্দিন জীবন সংসার চালাতে দুর্বিষহ হয়েপড়ছি, ঠিকমত খাওয়া হচ্ছে না। অবিলম্বে যদি দাবি না মানে, ২০২২ সালের নতুন বছরের ৭ ই, জানুয়ারি বিক্ষোভ প্রতিবাদ করে কলকাতায় অবরুদ্ধ করে দেবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + twenty =