বকেয়া বেতনের দাবি পুরকর্মীদের,তালা পুরসভার গেটে।
৪ মাসের বকেয়া বেতনের দাবিতে ভাটপাড়া পুরসভার গেটে তালা ঝোলালো অস্থায়ী পুরকর্মীরা।তাদের দাবি, যতক্ষণ তারা বকেয়া বেতন না পাবেন ততক্ষণ তারা কাজে যোগ দেবেননা এবং পুরসভায় কোন কর্মীকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না।সোমবার পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে তালাবন্ধ করে কর্মবিরতি পালন করেন সেখানকার কর্মীরা।মঙ্গলবার পুরসভার মেইন গেটে তালা দিয়ে সম্পূর্ণ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।সোমবার ব্যারাকপুরের সাংসদ দাবি করেন, পৌরসভা তাদের হাত থেকে চলে যাওয়ার পর থেকেই এমন অচল অবস্থা হয়েছে যা বলে প্রকাশ করা যায় না। অস্থায়ী কর্মচারীদের মাইনে অর্ধেক করে দেওয়া হয়েছে এবং তারপরও দিনের-পর-দিন তারা বেতন পান না।পুরসভার এরকম পরিষেবা বন্ধ করাটা যুক্তি যুক্ত নয়।তা সত্ত্বেও দিনের পর দিন বেতন না পেলে শ্রমিকরা কি করবে সে বিষয়েও প্রশ্ন তোলেন অর্জুন সিং।তিনি এও বলেন যদি তাদের সমস্যা হয় , কোনোরকম সহযোগিতার প্রয়োজন হয় তাহলে অর্জুন সিং সাংসদ হিসাবে পুরসভাকে সাহায্য করবে।