বীরভূমের বগটুইয়ে ১০ জনকে হত্যার ঘটনায় রামপুরহাট আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। গ্রামে হামলার ঘটনায় প্রত্যেককেই প্রত্যক্ষভাবে জড়িত ছিল উল্লেখ চার্জশিটে। সাক্ষীদের বয়ানে তাদের নাম উঠে আসে খবর সিবিআই সূত্রে। ওই ব্যক্তিদের চিহ্নিতকরণের পরেই চার্জশিটে খুনের অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে নাম রয়েছে আট অভিযুক্তের।ধৃত আট অভিযুক্ত হলেন বিকির আলি, নুর আলি, শের আলি, আসিফ শেখ, জোসেফ হোসেন, জামিরুল শেখ ,খাইরুল শেখ ও বুলু শেখ।
প্রসঙ্গত, চলতি বছরের ২১ মার্চ রামপুরহাটের বগটুই মোড়ে বোমার আঘাতে খুন হন বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। সেই খুনের পর রাতে বগটুই গ্রামে ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তার জেরে ১০ জনের মৃত্যু হয়। এই ঘটনায় ওই আট জনের বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। পাশাপাশি তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনের ঘটনায় দুজনের নামে চার্জশিট দেওয়া হয়েছে ।ছোট লালন ও সোনা শেখের বিরুদ্ধে ভাদু খুনে ৪৫ পাতার চার্জশিট দেওয়া হয়েছে ও অগ্নিসংযোগ মামলায় ৪৭ পাতার চার্জশিট দেওয়া হয়েছে।