বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সতর্কতা জারি দীঘায়।
জোড়া নিম্নচাপের ফলে আবারও পূর্ব মেদিনীপুর জেলার জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা।বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলার উপকূল এলাকায় প্রবল বৃষ্টির পাশাপাশি সমুদ্রের জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে সমুদ্র উপকূল এলাকায় মৎস্যজীবীদের যেমন সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে তেমনি সমুদ্রের মৎস্যজীবীদের ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দীঘা পর্যটন কেন্দ্রে থাকা দোকানদার এবং পর্যটকদের সতর্ক থাকার জন্য অনুরোধ করছেন জেলা প্রশাসন। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলায় বেলা বাড়ার সাথে সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। সমুদ্রে স্নান করতে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মাইকিং করা হচ্ছে।জোড়া নিম্নচাপের ফলে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা।চিন্তিত বন্যা দুর্গত এলাকাবাসী।