বছরের প্রথম দিন জমজমাট বেঙ্গল সাফারি পার্ক।
নতুন বছরের প্রথম দিনটিকে উপভোগ করতে শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে ভিড় জমাল সাধারণ মানুষ থেকে দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরা। উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এই সাফারি পার্ক রয়েল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। এই পার্কে একধারে যেমন রয়েল বেঙ্গল টাইগার আছে তেমনি আছে ভালুক। এছাড়াও প্রচুর সংখ্যক হরিণ, ময়ূর সহ নানা ধরনের জীবজন্তু এখানে দেখা পওয়া যায়। পর্যটকেরা বেঙ্গল সাফারি পার্কে প্রবেশ করে ব্যাটারিচালিত গাড়িতে করে জঙ্গলের মধ্যে জন্তু-জানোয়ার দেখতে পায়।
