সোমবার গভীর রাতে ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলের ফিনিসিং বিভাগে ভয়াবহ আগুন লাগে।জানা গিয়েছে, দমকলের একধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও সংবাদ মাধ্যমকে মিলের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।তবে আগুন লাগার কারণ নিয়ে সঠিক তথ্য এখনও জানা যায় নি।মিলের শ্রমিকরা জানান, আমরা শুনেছি মিলে আগুন লেগেছে।এর বাইরে কিছু জানি না। অন্যদিকে ভাটপাড়া টাউন ২ তৃণমূলের সাধারণ সম্পাদক মন্নু সাউ বলেন, মিল মালিক মাঝেমধ্যেই এরকম আগুন লাগানোর ষড়যন্ত্র করে। শ্রমিকদের টাকা দেয় না কিন্তু সরকারের কাছ থেকে আগুন লাগানোর ছবি দেখিয়ে টাকা তুলে নেয় মিল কর্তৃপক্ষ। বছরে ৩-৪ বার মিলে আগুন লাগানোর ঘটনা ঘটে।তবে সঠিক কি কারনে মিলে আগুন লাগলো সে বিষয়ে এখনও তদন্ত চালাচ্ছে দমকল ও পুলিশ আধিকারিকরা।