বছর ঘুরলেও এখনো মিলেনি আবাস যোজনার টাকা, নেতাদের আশ্বাসের উপরে দিন যাপন ধুলিয়ানবাসী।
বছরের পর বছর কেটে গেলেও এখনও পর্যন্ত মেলেনি আবাস যোজনার টাকা। কার্যত নেতাদের আশ্বাসের উপরেই দিন কাটছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধুলিয়ানের ১৭ নম্বর ওয়ার্ড সহ অন্যান্য বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, আবাস যোজনার ঘর দেওয়ার জন্য গত তিন-চার বছর আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধুলিয়ানের ১৭ ওয়ার্ডের সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলারকে কেউ দিয়েছে ২৫ হাজার টাকা কেউবা দিয়েছে ৩৫ হাজার টাকা।কিন্তু বছরের পর বছর কেটে গেলেও এখনো মিলিনি আবাস যোজনার ঘর।ফলে ছেলে মেয়েদের নিয়ে কোনো রকমে দিন কাটাচ্ছেন সামশেরগঞ্জের ধুলিয়ানের ১৭ ওয়ার্ড সহ অন্যান্য ওয়ার্ডের বেশ কিছু বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা আরো জানান, আবাস যোজনার ঘরের কথা বলতে গেলে ‘ঘর পাবে ‘বলে আশ্বাস ছাড়া আর কিছুই পাওয়া যাচ্ছে না।কিন্তু কবে আবাস যোজনার ঘরের টাকা পাবে সেই দিকে তাকিয়ে সামশেরগঞ্জের ধুলিয়ানের ১৭ ওয়ার্ড সহ অন্যান্য ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা।
এই বিষয়ে সামশেরগঞ্জের ধুলিয়ানের ১৭ ওয়ার্ডের কাউন্সিলার জানান,তালিকা অনুযায়ী ঘরের নাম আসছে। মাঝখানে করোনা মহামারীর জন্য একটু দেরি হচ্ছে। খুব তাড়াতাড়ি যারা এখনো টাকা পাইনি,তারাও ঘরের টাকা একাউন্টের মাধ্যমে পেয়ে যাবেন।একাউন্ট খোলার জন্য টাকা নেওয়া হয়েছে বলেও জানান।
যদিও এই বিষয়ে মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভার পৌরপ্রশাসক মেহেবুব আলম জানান, ধুলিয়ান পৌরসভার বাসিন্দারা আবাস যোজনার বিষয়ে কেউ এখনো পর্যন্ত লিখিত অভিযোগ করেনি। তবে লিখিত অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করা হবে।