বজ্রপাতে দুই রাজমিস্ত্রির মৃত্যু,শোকের ছায়া দুর্গাপুরে।

স্থানীয় সূত্রে খবর মৃত দুই রাজমিস্ত্রির নাম শেখ সামিন বয়স ২২, শেখ রহিম বয়স ১৮,দুই জনের মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা গেছে।ঘটনাটি ঘটেছে নবওয়ারিয়ার এলাকায়। জানা গেছে ওই এলাকায় অশোক মন্ডল নামে এক ব্যাক্তির বাড়ী তৈরির কাজ হচ্ছিল, কাজ শেষে মঙ্গলবার সন্ধ্যায় এলাকারই একটি অস্থায়ী ছাউনিতে এই দুই রাজমিস্ত্রি বিশ্রাম করছিলেন, ঠিক সেই সময় মোবাইলে কিছু করছিলেন বলে সূত্রমাফিক জানা গেছে, আর সেই সময় বাজ পড়ে অস্থায়ী ছাউনির ছাদ ভেঙে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। গতকাল সহকর্মীরাই রহিম ও শেখ সামিনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়, ভোর রাতে দুই জনেরই মৃত্যু হয়। নবওয়ারিয়া এলাকার বেশ কয়েকটি ঘরেক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় । বুধবার সকালে নব ওয়ারিয়া এলাকায় দুর্ঘটনাস্থলে আসেন স্থানীয় ৩২নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মানস রায়, সরকারী ভাবে আর্থিক সাহায্যের পাশাপাশি আরো যা কিছু সরকারী সুযোগ সুবিধে আছে সেগুলি দেওয়ার চেষ্টা করা হবে বলে জানান মানস বাবু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 1 =