বজ্রাঘাতে গুরুতর আহত এক গৃহবধূ।
রবিবার রাতে হঠাৎ দমকা হাওয়ায় সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। যার জেরে বজ্রাঘাতে আহত এক মহিলা। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মালদার ইংরেজ বাজার থানার বুধিয়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায় আহত ওই গৃহবধূর নাম কাবিরন বিবি বয়স(৩০)। এদিন রাতে বৃষ্টি হওয়ায় বাড়ি থেকে কিছুটা দূরে জমিতে কেটে রাখা গম ত্রিপল দিয়ে ঢাকতে গিয়ে বজ্রাঘাতে আহত হন ওই গৃহবধূ বাড়িতে ফিরতে দেরি হওয়ায় মাঠে গিয়ে খুঁজতে গিয়ে দেখতে পাওয়া যায় গৃহবধূ পালা করা গমের পাশেই পড়ে রয়েছে তড়িঘড়ি তাকে উদ্ধার করে এ দিন রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয় বর্তমানে ওই মহিলার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
