বারাসাত জেলা পুলিশের উদ্যোগে একাধিক খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করলো হাবড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে , দীর্ঘদিন যাবত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে একের পর এক মোবাইল উদ্ধার করে হাবড়া থানার পুলিশ। মোট ৫৬ টি মোবাইল উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে তুলে দিলো হাবড়া থানার পুলিশ। আজ শুক্রবার হাবড়ার SDPO রোহেদ শেখ ও হাবড়া থানার IC অরিন্দম মুখোপাধ্যায় হাবড়া পৌরসভার পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহার উপস্থিতে প্রাপ্তি কর্মসুচীর মধ্য দিয়ে ৫৬টি মোবাইল তুলে দিলো মোবাইল মালিকদের হাতে হাবড়া থানার পুলিশ।