বড়োসড়ো সাফল্য সামশেরগঞ্জ থানার পুলিশের
শনিবার সন্ধ্যা নাগাদ সামশেরগঞ্জ থানার পুলিশ গোপন সূত্র খবরের পেয়ে ডাকবাংলো মোড় এলাকা থেকে ৩০০ গ্রাম হেরোইনসহ হেরোইন কারবারিকে গ্রেফতার করে ।পুলিশ জানিয়েছে এই তিনজন কারবারি, হারুন অল রশিদ, সিকু শেখ, আব্দুল বারিক, রবিবার ধৃতদের আদালতে তোলা হবে । এই কয়েক মাসে জঙ্গিপুর জেলার বিভিন্ন থানার পুলিশ আগ্নেয়াস্ত্র, হেরোইন, গাঁজা এবং জাল নোট উদ্ধার করতে সক্ষম হয়েছে ।