সুপ্রিমকোর্টে বড় ধাক্কা সন্দীপ ঘোষের। সন্দীপ ঘোষের মামলা ফেরাল সুপ্রিমকোর্ট। আরজি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় CBI তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্চ করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত। সন্দীপ ঘোষের মামলায় প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছেন, CBI তদন্তের উপর এখনই তারা হস্তক্ষেপ করছে না। এই ঘটনার তদন্ত যে স্বচ্ছ ভাবে হচ্ছে, তা নিশ্চিত করতে হবে কলকাতা হাই কোর্টকে। আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
আর্থিক দুর্নীতির তদন্তের আলাদা স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। আদালত জানিয়েছে, এই মুহূর্তে এই মামলার কোনও গুরুত্ব নেই। তাই শীর্ষ আদালতে খারিজ হয়ে গেল আবেদন। সন্দীপ ঘোষের আবেদনে সাড়াই দিল না শীর্ষ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।