বদলি করে দেওয়া হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অজয় ঠাকুরকে। পুলিশ কমিশনের নতুন কমিশনার অলোক রাজোরিয়া।তিনি DIG বর্ধমান রেঞ্জে ছিলেন।অপরদিকে অজয় ঠাকুরকে দেওয়া হলো DIG সিভিল ডিফেন্সে।
মূলত টিটাগড়ে তরুণীকে ধর্ষণের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা।এই ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত ।
প্রসঙ্গত, টিটাগরের ১৯ বছরের একজন তরুণীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্তসহ তিন। দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। অভিযোগ তরুণীকে ধর্ষণের পর তরুণীর পরিবার থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় টিটাগড় থানায় ।এরপর গোপন জবানবন্দির জন্য ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়া হয়।এরপর থেকে ওই তরুণী নিখোঁজ হয়ে যায় বলে অভিযোগ পরিবারের ।এরপরই গতকাল টিটাগড় থানার সামনে তরুণীর পরিবার ও বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ করা হয়।ইতিমধ্যেই টিটাগড় থানার পুলিশ তৎপরতার সাথে মোট চার জনকে গ্রেফতার করেছে বলে জানা যায়। গতকালই একজনকে গ্রেফতার করে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়।কার্যত ধর্ষণের ঘটনার বিশৃঙ্খখল পরিস্থিতির কারণেই বদল করা হল ব্যারাকপুর পুলিশ কমিশনার।