বনগাঁয় জামাইষষ্ঠী উপলক্ষ‍্যে আম-লিচুর মেলা, শাশুড়িদের ফল বিতরণ।

বনগাঁয় জামাইষষ্ঠী উপলক্ষ‍্যে আম-লিচুর মেলা, শাশুড়িদের ফল বিতরণ।

রবিবার জামাইষষ্ঠী।জামাইদের শ্বশুরবাড়ি যাওয়ার পালা।বাঙালি পরিবারে জামাইষষ্ঠী মানে বড় উৎসব। জামাইরা আসেন শ্বশুরবাড়িতে। চলে নানা পর্ব। আর সেই পর্বগুলির মধ্যে নানান পদের রান্না ও বিভিন্ন ফল সহ আম লিচু দেওয়া হয় জামাইদের পাতে। এবার বাজারে আম লিচুর দাম আগুন ছোঁয়া। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে সুভাষ নগর সেবা সমিতির মাঠে জামাই ষষ্ঠী উপলক্ষ‍্যে আম-লিচু উৎসবের আয়োজন করা হয়েছে।এখানে হীমসাগর,ফজলি, ন্যাংড়া, আম্রোপালি সহ বিভিন্ন জাতের প্রায় ২ টন আম ও ২ টন লিচু আনা হয়েছে। বনগাঁ শহরের বিভিন্ন এলাকা থেকে বাসিন্দারা আম-লিচু নিয়ে এই উৎসবে শামিল৷এদিন অনুষ্ঠানে শামিল বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি গোপাল শেঠ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + 14 =