বনগাঁর চা পে চর্চাতে উপস্থিত হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ , তবে উপস্থিত ছিলেন না বনগাঁর সাংসদ সান্তনু ঠাকুর।

চা পে চর্চা কর্মসুচীকে সামনে রেখে বনগাঁ শহরে পা রেখেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার রাতে বনগাঁয় আসেন।
শুক্রবার সকালে কয়েক শ কর্মী নিয়ে প্রাতভ্রমন করেন তিনি। বনগাঁ পি ডব্লুডি বাংলো থেকে বেরিয়ে মতিগঞ্জ , বাটামোড় হয়ে তৃকোণ পার্কের নীল দর্পন ভবনের সামনে এসে শেষ হয় প্রাতঃভ্রমণ। নীল দর্পন ভবনের সামনে বসে দলীয় নেতাকর্মীদের নিয়ে চা খান তিনি। তার সঙ্গে চা পে চর্চা ছিলেন বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস, বাগদার বিধায়ক দুলাল বর, উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি শংকর চট্টোপাধ্যায় প্রমূখ।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের করা একাধিক প্রশ্নের উত্তর দেন। দিলীপ ঘোষ বলেন আমার বাক্যবাণ ওরা হজম করতে পারছে না। সত্য বলার কেউ নেই। পাশাপাশি ২০২১এর বিধানসভা ভোটের রেজাল্ট নিয়ে বলেন একুশের ভোটেই দেখা যাবে।
সিউড়ির ঘটনা নিয়ে তিনি বলেন যাদের মনটা দূষিত তারা সব জায়গায় নোংরা দেখেন। বাংলা কেউ দূষিত করে দিয়েছেন তারা
বহিরাগত প্রসঙ্গে তিনি বলেন এইসব তথ্য আর কাজ হবে না, বাংলার মানুষ এসব মেনে নেবে না । তবে
এদিন চায় পে চর্চা অনুষ্ঠানে দেখা যায়নি বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর কে৷ শান্তনু প্রসঙ্গে তিনি বলেন” উনি মতুয়াদের সংগঠন নিয়ে ব্যস্ত রয়েছেন। প্রাতঃভ্রমণে সবাই যে আসতে পারবে এমন কোন কথা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − 6 =