বনগাঁর পেট্রাপোলে তুলোর গাড়িতে আগুন, ক্ষতি কয়েক কোটি টাকা।

বনগাঁর পেট্রাপোলে তুলোর গাড়িতে আগুন, ক্ষতি কয়েক কোটি টাকা।

উত্তর ২৪ পরগনার বনগাঁ পৌরসভা এলাকার নরহরিপুরে ৩ নং পার্কিং জোনে শনিবার রাত দশটায় বাংলাদেশগামী তুলোর গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়।স্থানীয় মানুষ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দমকলে খবর পাঠায়।ঘটনাস্থলে একে একে ছটি ইঞ্জিন আসে। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।মোট ১১ টি গাড়িতে আগুন লেগে যায়। ক্ষতি হয়েছে প্রায় কয়েক কোটি টাকা।তুলো বোঝাই গাড়ি থাকায় আগুন দ্রুত ছড়ায়।ঘটনাস্থলে পৌঁছে দমকলের কাজের তদারকি করেন বনগাঁর পৌর প্রশাসক গোপাল শেঠ। পরবর্তীতে দমকলের ৬ টি ইঞ্জিন পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকলের আধিকারিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × four =