বনগাঁর ৬ বছরের খুদে সান্তা দাঁড়াল ভবঘুরে মানুষদের পাশে।

বনগাঁর ৬ বছরের খুদে সান্তা দাঁড়াল ভবঘুরে মানুষদের পাশে।

অসহায় ভবঘুরে মানুষদের বড়দিনের উপহার স্বরূপ কম্বল ও কেক বিতরণ করল সান্তা বেশধারী ৬ বছরের খুদে নবাংশু সাহা।উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার শক্তিগড় গ্রামের বাসিন্দা নবাংশু প্রতিদিনের মতো সন্ধ্যায় তার বাবার সাথে পড়ে বাড়ি ফেরার সময় রাখালদাস সেতুর উপর শুয়ে শীতে কাঁপতে থাকা এক থুরথুরে ভবঘুরেকে লক্ষ্য করে।তখনই সে মনস্থির করে, এই মানুষগুলোর জন্য যদি কিছু করা যায়।বাড়ি ফিরেই তাই পাপার কাছে তার আবদার, “পাপা শীতে কষ্ট পাওয়া ওই মানুষগুলোকে আমরা কম্বল দিতে পারি না?” ছেলের কথায় হতবাক ও আপ্লুত হয়ে তার বাবা কার্তিক সাহা ও মা স্বপ্না সাহা মন্ডল সিদ্ধান্ত নেয় ছেলের দেখা স্বপ্ন তারা দুজনে মিলে সত‍্যি করবেন।আর সেই স্বপ্ন সত‍্যি করতেই বড়দিনের আগের রাতে ছেলে নবাংশু ও সাথে কয়েকজন যুবক যুবতীদের নিয়ে তারা পৌঁছে যান বনগাঁ স্টেশন এবং যশোর রোডের পাশে থাকা সেই দুঃস্থ মানুষগুলোর কাছে এবং একটি করে কম্বল ও বড়দিন উপলক্ষ্যে কেক বিতরণ করেন।৬ বছরের এই খুদে নবাংশু তাই সান্তা হয়ে ভবঘুরে মানুষগুলোর পাশে দাঁড়াল।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + nine =