বন্দুক হাতে নিয়ে পাড়ার বাসিন্দাদের ভয় দেখানোর অভিযোগ এক যুবকের বিরুদ্ধে।
সোমবার রাত্রে বর্ধমান শহরের বড়নীলপুর বাজারে এই ঘটনা। এই ঘটনায়এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে; কচি প্রায়ই এলাকায় দাদাগিরি করে বেড়ায়। সাধারণ মানুষকে হুমকি দেয়।স্ত্রীকে মারধোর করে। প্রতিবাদ করলে আজ শালুতে পিস্তল জড়িয়ে বিকেলে এলাকায় আসে। সবাইকে ভয় দেখায়। পুলিশে খবর গেলে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি দেশী পাইপগান,একটি বেলুন ফাটানো পিস্তল ও গুলি পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এলাকার বাসিন্দা প্রতিমা দে জানান, ‘বোমা বন্দুক নিয়ে প্রায়ই ভয় দেখায় ওই যুবক। তার নিজের ভাই শেখ সফিকুল জানায় ,তারা আলাদা বাড়িতে থাকে। গতকালও মদ্যপান করছিল ।ওর কাছে আগেও আর্মস দেখেছি।’
এলাকার বাসিন্দারা চান এলাকার নিরাপত্তার স্বার্থে ওই ব্যক্তি যেন এই এলাকায় না ফেরে
