বন্ধুত্বের আড়ালে যুবতিদের কাজে লাগিয়ে চলছিল অসামাজিক কাজ।
মোটা টাকার বিনিময়ে ফোনে কথাবার্তা চলত। জলপাইগুড়ি রানীনগরে এই সেন্টার ছিল। স্থানীয়দের দাবি, সকাল থেকে সন্ধে পর্যন্ত এই বেসরকারি অফিসে যুবক ও যুবতিদের আনাগোনা লেগে থাকে।
লাইসেন্স ছাড়াই বেআইনি ভাবে চলছিল এই চক্র। অসামাজিক কাজ চালানোর জন্য রীতিমতো ভাড়া বাড়ি নিয়ে অফিস খোলা হয়েছিল। গোপন সুত্রে খবর পেয়ে জলপাইগুড়ি রানীনগর এলাকায় ওই অফিসে হানা দিল কোতোয়ালি থানার পুলিশ। আই সি অর্ঘ্য সরকারের নেতৃত্বে চলে অভিযান। পুলিশ জানায়, কুড়ি জন যুবতিকে গ্রেফতার করা হয়। সকল যুবতি শিলিগুড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে।