ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের চৌকি মীরদাদপুর এলাকায়।স্থানীয় সূএে জানা গেছে,নিখোঁজ নাবালকের নাম শেখ জাফর(১৩)।স্থানীয় এনায়েতপুর ই এ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাএ।এলাকার মধ্যে নিয়ে বয়ে গেছে কালেন্দ্রী নদী।শনিবার দুপুর নাগাদ তিন বন্ধু এক সাথে নদীতে স্নান করতে আসে।স্নান করতে নেমেই নদীর জলের স্রতে তোলিয়ে যায় বলে জানা গেছে।খবর ছাউর হতেই স্থানীয় বাসিন্দারা নদীতে খোঁজাখুজি শুরু করে।তবে নিখোঁজ নাবালকের কোন খোঁজ মেলেনি।