হুগলীর চাঁপদানীর হরিহর গোলির বাসিন্দা রাজকুমার সাউ(২২)।পরশু বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিল।রাতে বাড়ি ফেরেনি বলে দাবি পরিবারের।গতকাল ভদ্রেশ্বর থানায় নিখোঁজ ডায়রি করে পরিবার।আজ ভোরে ভদ্রেশ্বর থানা এলাকার দিল্লি রোডের ধারে নয়ানজুলি থেকে একজনের মৃতদেহ উদ্ধার হয়।নিখোঁজ যুবকের পরিবার শনাক্ত করে মৃতদেহ।খুনের মামলা রুজু করে পুলিশ। এই ঘটনায় মৃত যুবকের দুই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।কি কারনে খুন খতিয়ে দেখছে।স্থানীয় প্রাক্তন তৃনমূল কাউন্সিলর বিক্রম গুপ্তা বলেন,বন্ধুরা ডেকে নিয়ে গিয়েছিল রাজকুমারকে।খুন করে নয়ানজুলিতে ফেলে দেয়।পেশাদার খুনিরা যেভাবে খুন করে সেই ভাবে মারা হয়েছে।পুলিশ তার দুই বন্ধুকে ধরেছে।আমরা চাই দোষীদে শাস্তি হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − 9 =