শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজ বাজার থানার নঘরিয়া এলাকায়। ত্রিকোণ প্রেম বা টাকা পয়সা লেনদেনের জেরে পুরনো বিবাদকে ঘিরে এই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। গুলিবিদ্ধ যুবকের নাকে গুলি গুরুতর জখম চিকিৎসা চলছে মালদা শহরের একটি বেসরকারি নার্সিংহোমে। তার শারীরিক পরিস্থিতি সংকট জনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা। পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে অভিযোগের পরিপেক্ষিতে তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ যুবকের নাম মনিরুল খান (২৭) অভিযুক্ত বন্ধুর নাম রকি সেখ।  ঘটনা পর থেকে অভিযুক্ত যুবক এলাকা ছেড়ে পালিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ‌
পরিবার সূত্রে পুলিশ খবর, শুক্রবার রাতে বাড়িতে আসে রকি শেখ তারপরেই দুই বন্ধু গল্প শুরু করে। তারপর হঠাৎই গুলির আওয়াজ পাওয়া যায়। বাইরে বেরিয়ে এসে দেখে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে রয়েছে মনিরুল এবং রকি শেখ এলাকা ছেড়ে পালিয়েছে। পরিবারের লোকেরা তাকে রাতেই একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। বর্তমানে সে চিকিৎসাধীন।
পাশাপাশি পুলিশ জানিয়েছে, দুই বন্ধুর মধ্যে মহিলা ঘটিত অথবা টাকা পয়সার ধার বাকিকে ঘিরেই পুরনো কোন গোলমাল রয়েছে। তারই জেরে এদিন এই হামলার ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে এখনো সমস্ত বিষয়ে পরিষ্কার নয়। আক্রান্ত যুবকের বাড়ির লোকেরও পরিষ্কার করে কিছু বলতে চাইছে না। পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছেন ইংরেজ বাজার থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 10 =