বন্ধের প্রভাব বহরমপুরে

বন্ধের প্রভাব বহরমপুরে

সংযুক্ত কৃষাণ মোর্চার ডাকে ভারত বন্ধে মিশ্র সাড়া পড়ল মুর্শিদাবাদে। ট্রেন চললেও বেসরকারি বাসের সংখ্যা কম। যাত্রীরাও কম। তবে সরকারি বাস চলছে পুরোদমে। দূর পাল্লার বেসরকারি বাস চললেও গন্ডগোলের আশঙ্কায় লোকাল বাস কম চলছে। বহরমপুর সবজি বাজার খোলা রয়েছে ।সাধারণ মানুষ স্বাভাবিক ভাবে রাস্তায় নেমেছেন । বন্ধ বসমর্থন করছে না মুর্শিদাবাদের ব্যাবসায়িরা। বিশেষ করে বস্ত্র প্রতিষ্ঠান গুলি সোমবার খোলা রাখা হবে বলে জানানো হয়েছে। নিজেদের স্বার্থেই দোকান বন্ধ রাখা উচিৎ বলে দাবী জেলা বাম নেতৃত্বর। বামেদের ডাকা ভারত বন্ধের সমর্থন করছেন অধীর চৌধুরীও। জোর করে বন্ধ করা যাবে না বলে জানাচ্ছে পুলিস।
কৃষি আইন বাতিল সহ একাধিক দাবীতে সোমবার ভারত বন্ধের ডাক দিয়েছে সংযুক্ত কৃষাণ মোর্চা। কিন্তু দুর্গাপুজোর মুখে ওই বন্ধ সমর্থন করছে না বহরমপুর ব্যাবসায়ী সমিতি। ওই সংগঠনের দাবী, করোনা আহবে টানা প্রায় দুবছর ব্যাবস্যা বন্ধ ছিল। গতবার পুজো নম নম করে হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই পুজো মরশুমে দোকানখুলে বসেছেন ব্যাবসায়ী । ফলে বন্ধ সমর্থন করা সম্ভব নয় ব্যবসায়ীদের। অন্যদিকে বন্ধের দিন রাস্তায় থাকবে সিপিএম বললেও এদিন সকাল থেকে লাল ঝান্ডার পার্টিকে দেখা গেল না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + 9 =