বন্ধে সারা দিয়ে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক মিল বন্ধ।
২৬শে নভেম্বর ভারত জুড়ে বন্ধকে কেন্দ্র করে সকাল থেকেই রাস্তাঘাট শুনশান এবং দোকানপাটও বন্ধ। দোকানপাটের পাশাপাশি উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলের যে সকল মিলগুলো রয়েছে সেখানেও সকাল থেকে উৎপাদন বন্ধ। শ্রমিকের দেখা নেই বললেই চলে।যে সংখ্যক শ্রমিক এসেছে তারা প্রত্যেকেই জানাচ্ছেন সময় মতো কেউই মিলে হাজিরা দিতে পারেননি।পাশাপাশি ভোগান্তির শিকার হতে হয়েছে তাদের।একদিকে রেল অবরোধ অপরদিকে অন্যান্য পরিবহনও বন্ধ।ফলত সঠিক সময়ে পৌঁছোতে পারেননি শ্রমিকরা। তুলনামূলকভাবে আজকে শ্রমিকদের হাজিরা সংখ্যাও কম নয় কিন্তু তাদের মধ্যেও যারা এসেছেন তাদের দাবি দীর্ঘ আট মাস লকডাউন থাকার পরে আবার যদি এভাবে বন্ধ করে তাহলে তাদের অর্থনৈতিক সংকট দিনে দিনে আরও প্রবল থেকে প্রবলতর হয়ে উঠবে।