বন্ধ করে দেওয়া হলো হাজারদুয়ারি

বন্ধ করে দেওয়া হলো হাজারদুয়ারি

আগামী ১৫ই জানুয়ারি পর্যন্ত হাজারদুয়ারি মিউজিয়াম বন্ধ থাকবে বলে গেটের বাইরে নোটিশ দেওয়া হল কর্তৃপক্ষের তরফ থেকে । সোমবার সকালে বন্ধের বিজ্ঞপ্তি দেখে দুশ্চিন্তায় পড়ে গেছেন স্থানীয় ব্যবসায়ী থেকে টাঙা চালকরা । হাজারদুয়ারি মিউজিয়াম বন্ধ দেখে পর্যটকরা হতাশায় বাড়ি ফিরছেন। প্রসঙ্গত ,ডিসেম্বর ও জানুয়ারি মাস জুড়ে লালবাগের হাজারদুয়ারি সহ বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে দেখেন পর্যটকরা.। এলাকার স্থানীয় ব্যবসায়ীরা সেই সময় দু পয়সা রোজগার করেন। গত পঁচিশে ডিসেম্বর এবং পইলা জানুয়ারি রেকর্ড পরিমাণ ভিড় হয়েছিল লালবাগের হাজারদুয়ারি তে। রবিবারও তিল ধরার জায়গা ছিল না। ওমিক্রণ সংক্রমণের আশঙ্কায় রাজ্য সরকারের বিজ্ঞপ্তি জারি হতেই বন্ধ করে দেয়া হলো হাজারদুয়ারির দরজা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 1 =