বন্ধ বেলুর মঠ
অনির্দিষ্ট কালের জন্য দর্শক ও ভক্ত দের জন্য বন্ধ হয়ে গেল বেলুড় মঠ। করোনার তৃতীয় ঢেউয়ের বাড়বাড়ন্তের দিকে তাকিয়ে এবং পঃবঃ সরকারের কোভিড সংক্রান্ত নির্দেশিকার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঠের পক্ষ থেকে সাধারন সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজের এক লিখিত বিজ্ঞপ্তী তে এই কথা জানানো হয়। প্রসঙ্গত গত ২৭ শে ডিসেম্বর ১লা-৪ঠা জানুয়ারী পর্যন্ত্য মঠ বন্ধ থাকার কথা আগেই ঘোষনা করা হয়েছিল। এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে বেলুড় মঠ ।