বন্ধ হয়ে গেল চাঁপদানি জুটমিল, কাজ হারালেন প্রায় চার হাজার শ্রমিক।
বন্ধ হয়ে গেল হুগলির চাঁপদানি নর্থ ব্রুক জুটমিলের কাজ।ফলে প্রায় চার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়লেন। কর্মরত শ্রমিকদের দাবি,বছরের তিন থেকে চার বার বন্ধ করে দেওয়া হয় জুট মিলের কাজ বিভিন্ন অজুহাতে। বারবার এই ঘটনা ঘটলেও কোনরকম হেলদোল নেই মালিকপক্ষের এবং সময়মতো তারা বেতন বা গ্রাজুয়েটি পায় না।এমনকি পিএফ, এস টি এল এর টাকা জমা পড়ে না।শ্রমিক পরিবারের এবং তাদের বাচ্চাদের দিকে তাকিয়ে কারখানাটা যাতে খোলার বন্দ্যোবস্ত করেন সেই আবেদনই তারা করছেন।
