ধর্মীয় রীতি মেনে শীতকালীন মরশুমের জন্য বন্ধ হলো কেদারনাথ ধাম। এই সমাপ্তি অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিলেন ১৮ হাজারের বেশি পুণ্যার্থী। বদ্রীনাথ-কেদারনাথ টেম্পল কমিটির (বিকেটিসি) মিডিয়া ইন-চার্জ হরিশ গৌর জানিয়েছেন, ভোর ৪টে নাগাদ মন্দিরের মূল ফটক বন্ধ করার অনুষ্ঠান শুরু হয়। সাড়ে ৮টা নাগাদ তা বন্ধ করে দেওয়া হয়। এবার সাড়ে ১৬ লক্ষেরও বেশি পুণ্যার্থী কেদারনাথ ধামে পুজো দিয়েছেন বলে জানিয়েছেন বিকেটিসি-র চেয়ারম্যান অজেন্দ্র অজয়। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই কেদারনাথ মন্দিরে প্রতিবছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসেন। সমুদ্র পৃষ্ঠ থেকে ১১ হাজার ফুট উচ্চতায় গারোয়াল হিমালয়ে অবস্থিত এই মন্দির শীতে বন্ধ থাকে। বরফে চাপা পড়ে যায় কেদারনাথ। মন্দির বন্ধের আগে ভগবান শিবের মূর্তিকে পাল্কি করে নিয়ে যাওয়া হয় ওঙ্কারেশ্বর মন্দিরে। শীতের সময় এখানেই মহাদেব পূজিত হন বলে জানিয়েছেন হরিশ গৌর।