বন্ধ হয়ে পড়ে রয়েছে হাওড়ার বার্ন স্ট্যান্ডার্ড কারখানা।
বন্ধ হয়ে পড়ে রয়েছে হাওড়ার বার্ন স্ট্যান্ডার্ড কারখানা। বর্তমানে এই কারখানার যারা নিরাপত্তা কর্মী রয়েছেন তাঁরাও গত প্রায় চার মাস ধরে বেতন পাচ্ছেন না। চরম দুশ্চিন্তায় দিন কাটছে এদের। রেল অধিগ্রহণের পর এরাও আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে তাঁদের কাজের নিরাপত্তাও আর নেই। তাঁদের বলা হয়েছে কাজ ছেড়ে চলে যেতে কারণ বেতন দেওয়া যাবেনা। এই অবস্থায় সঙ্কটে পড়েছেন নিরাপত্তা কর্মীরা এবং তাঁদের পরিবার। ৪০ জন অস্থায়ী নিরাপত্তা কর্মীর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে l কারখানা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ এবং নোটিশ দেয়া হলো এখানে থাকা নিরাপত্তা কর্মীদের পরিবারগুলিকেl