বন্যপ্রাণীদের খাবারের যোগান দিতে বনাঞ্চলে ফল গাছ রোপণ পুলিশের।

খাবারের সন্ধানে মাঝেমধ্যেই লোকালয়ে হানা দেয় বুনো হাতি ও অন্যান্য বন্যপ্রাণীরা।তাই এবার জঙ্গলে খাবারের অভাব দূর করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল ধূপগুড়ি থানা। রবিবার ধূপগুড়ি থানার তরফে সোনাখালী বনাঞ্চলে করা হল বৃক্ষরোপণ। এদিন ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা সহ পুলিশ কর্মীরা বনাঞ্চলের ফাঁকা জায়গায় প্রায় ২০০ টি ফল গাছের চারা রোপণ করেন।সঙ্গে উপস্থিত ছিলেন সোনাখালী বিটের বিট অফিসার।মূলত বন্যপ্রাণীদের খাবারের ঘাটতি মেটাতে আম,জাম, কাঁঠাল,লিচু সহ বিভিন্ন প্রজাতির ফলের গাছ রোপন করা হয়েছে।পরবর্তীতে গাছ গুলি বড় হয়ে ফল ধরবে ,তারপর সেই ফল হাতি সহ বন্যপ্রাণীদের খাবারের যোগান দিবে। এভাবেই লোকালয়ে বন্যপ্রাণীদের তান্ডব কমানো সম্ভব হবে বলে আশাবাদী সকলে।মূলত এই উদ্দেশ্যেই বনাঞ্চলে বৃক্ষরোপন করা হয়েছে বলে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 11 =