ব্যারাজ থেকে দফায় দফায় জল ছাড়ছে DVC, টানা বৃষ্টির মধ্যে জল ছাড়ল ডিভিসি, প্লাবনের আশঙ্কা হাওড়া, হুগলি সহ গোটা রাজ্যের। ১ লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি, দাবি রাজ্যের। হাওড়া, হুগলি, খানাকুল, গোঘাট, আমতায় প্লাবনের আশঙ্কা। অতি ভারী বৃষ্টিতে জল ছাড়া শুরু করেছে ডিভিসি। ডিভিসির দুই জলধার থেকে জল ছাড়া শুরু হয়েছে। জল ছাড়া হয়েছে মাইথন জলাধার থেকে ও পাঞ্চেত জলাধার থেকে।

একটানা ভারী বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত। এর মাঝেই জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। যার জেরে একাধিক জেলায় প্লাবনের আশঙ্কা করা হচ্ছে। রাজ্যকে না জানিয়েই জল ছাড়া হচ্ছে বলে জানাল নবান্ন। তবে লাগাতার বৃষ্টি, ডিভিসির জল ছাড়া ও ভরা কোটালের জেরে দক্ষিণবঙ্গের ৫ জেলায় প্লাবনের আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে আগামী কয়েক দিনে ১ লক্ষ কিউসেক জল ছাড়বে ডিভিসি। এর ফলে বন্যার আশঙ্কা বাড়ছে। যা নিয়ে রাজ্য সরকার ইতিমধ্যে ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে। অনুরোধ করা হয়েছে যাতে এই জল একতরফাভাবে একসঙ্গে না ছাড়া হয়। বদলে অল্প অল্প করে জল ছাড়ার পরিকল্পনা নেওয়ার অনুরোধও করা হয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + 8 =