পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ায় চুরুলিয়া এলাকায় কেউ বা কারা বন শুকর বা খরগোশ ধরার জন্য চুরুলিয়ার চিচুরবিল জঙ্গলে ফাঁদ পেতে থাকে গতকালকেও ফান্দ পেতেছিল আজ সকালে ওই এলাকার মহিলারা জঙ্গলের কাঠ কুড়াতে যাওয়ার সময় দেখে ওই ফাঁদে ফেঁসে আছে বিশাল আকারের এক হায়না। এরপরে ওই মহিলারা ওই হায়না দেখে ভয়ে পালিয়ে গিয়ে গ্রামবাসীদের খবর দেয় খবর পেয়ে সেই হায়না দেখতে উপচে পড়ে ভিড় এরপরই খবর দেওয়া হয় জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়াফারিকে পুরুলিয়া ফাড়ির আইসি ঘটনাস্থলে আসেন এবং যাতে কারোর কোনো ক্ষতি না করতে পারে ওই হায়নাটি তাই মানুষদের দূরে থাকতে বলেন। এরপরে ফরেস্ট রেঞ্চে ফোন করে বারাবনি এলাকার গৌরনদী বনদপ্তর থেকে ৫ প্রতিনিধি দল এসে ওই হাইনাটিকে খাঁচা বন্দি করে নিয়ে যায় !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 5 =