বরানগরে তৃণমূল বিজেপির তরজা তুঙ্গে, বিধানসভা উপনির্বাচনের আগে বরানগরে পোষ্টার বিতর্ক। একদিকে বিজেপি প্রার্থী সজল ঘোষের নামে পড়ল পোস্টার, সেই পোস্টারে লেখা আছে লেবুতলার গুন্ডা নয়, বরানগর ঘরের মেয়েকেই চায়। অপরদিকে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির নামেও পরল পোস্টার, সেই পোস্টারে লেখা আছে অভিনেত্রী নয়, এই লড়াই দুর্নীতির দলনেত্রীর বিরুদ্ধে। আর এই পোস্টার বিতর্ক নিয়ে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপি প্রার্থীর তরজা। তবে এই পোস্টার কে বা কারা লাগিয়েছে তা এখনও জানা যায়নি।
আগামী ১ -লা জুন দমদম লোকসভা নির্বাচনের পাশাপাশি বরানগর বিধানসভার উপনির্বাচন রয়েছে, আর তার আগেই কার্যত এই পোস্টারকে কেন্দ্র করে শুরু তৃণমূল বিজেপির তরজা।