পৌরসভার উদ্যোগে মাইকিং করে অঞ্চলের মানুষকে ডেঙ্গি সম্পর্কে সচেতন করলেন পৌরসভার কর্মীরা, এরপরেই বড়নগর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মৃত ডোনা মুখার্জির পরিবারের সাথে দেখা করতে তার বাড়িতে এলেন পৌরসভার উপ পৌর প্রধান দিলীপনারায়ণ বসু এবং পৌরসভার মেডিকেল অফিসার সহ স্থানীয় পৌর প্রতিনিধি। পরিবারের সাথে কথা বলে চিকিৎসক জয়দীপ মজুমদার জানালেন ডোনা মুখার্জি তার শারীরিক অন্যান্য সমস্যা ও ছিল কি কারণে মৃত্যু হয়েছে সেটা খতিয়ে দেখা হবে পাশাপাশি ডেঙ্গি সম্পর্কে অঞ্চলের মানুষজনকে সচেতন থাকার বার্তা দিবেন চিকিৎসক জয়দীপ মজুমদার।